Alhaj Abdul Hannan(Founder & Chairman)
শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজে এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আমি ২০০৬ সালে আমার এলাকার শিক্ষার গুণগতমান উন্নয়ন ও ভবিষ্যতের সুনাগরিক সৃষ্টি করার মহৎ উদ্দেশ্য নিয়ে আমার জন্মভূমি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শোল্লা গ্রামে আমার পিতা মরহুম আশেক আলীর নামে শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজে নামের একটি উচ্চ বিদ্যালয় (নিন্ম বিদ্যালয় সংযুক্ত) প্রতিষ্ঠা করেছি। মূলত গ্রামের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীরা যাতে আধুনিক শিক্ষার সুযোগ পেয়ে নিজেদের জীবনকে ও সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে।